দ্বীনী (ফেসবুক) বন্ধুরা, জি, উপরের শিরোনামটি সঠিক পড়েছেন। আমাদের মুফতী মওলানা শহিদুল্লাহ বাহাদুর ভাই সুন্নীয়ত প্রচারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি আমীরে মু’য়াবিয়া (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পক্ষে একটি চমৎকার বই লিখেছেন। কিন্তু এর জন্যে তিনি রাফেযী বদ-নজরে পড়েছেন। বান-টোনা (voodoo/black magic) রাফেযীচক্র চর্চা করে থাকে - এটা আমি জানি নিশ্চিত। অনেক দরবারিও এতে জড়িত। তবে তাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন মনে করি না।
আমিও রাফেযী গোষ্ঠীর আক্রমণ থেকে মুক্ত নই। অর্থাৎ এসব কুফরী কালাম চালাচালি হচ্ছে। কিন্তু আমি ভয় পাই না। কেননা আমার প্রতিরক্ষা ব্যূহ আমারই পীর ও মুর্শীদ কেবলা (রহমতুল্লাহি আলাইহি)। বুমেরাংয়ের মতো প্রত্যাঘাতপ্রাপ্ত হবে! অতএব, সাবধান! তবে সুন্নীয়ত প্রচারে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদেরকে বলবো নিচের দোয়াটি ঘনঘন পাঠ করতে - لاَ حَولَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيمِ لاَ مَنْجَأ وَلاَ مَنْجَأ مِنَ اللهِ إِلاَّ إِلَيْهِ - অর্থ: "আল্লাহর সাহায্য ছাড়া (কোনো) অবলম্বন নেই, কোনোরূপ শক্তি নেই, যিনি সমুন্নত, মহান। আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল বা মুক্তির পথ নেই।”
No comments:
Post a Comment